Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সাগর নদী সকল জলে,মাছ চাষে সোনা ফলে রক্ষা করলে জাটকা মাছ ইলিশ পাবেন বারো মাস”  মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি


আমাদের অর্জন সমূহ

১। মৎস্য উৎপাদনে  উদ্বৃত্ত অবস্থান  ।

২। জলাশায় সমূহ সংস্কার পূর্বক বিজ্ঞান ভিত্তিক মৎস্য চাষের আওতাভূক্ত করণ ।

৩। প্রশিক্ষণ, কারিগরী দক্ষতাবৃদ্ধিকরণ, প্রযুক্তি হস্তান্তর ও আর্থিক সহায়তার মাধ্যমে বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টি ।

     ৪। সমাজভিত্তিক মৎস্য চাষে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠি তথা নারীদের সম্পৃক্তকরণ ।

    ৫।  মৎস্য, মৎস্য খাদ্য ও মৎস্য জাত দ্রব্যাদিতে ভেজাল ও দূষন দূরীকরণে সফলভাবে আইন বাস্তবায়ন ।

৬। জেলার প্রাকৃতিক জলাশয় সমূহে অভয়াশ্রম ,বিলনার্সারী স্থাপন ও দেশীয় প্রজাতির পোনা অবমুক্তকরণের মাধ্যমে প্রাকৃতিক মৎস্য উৎপাদন বৃদ্ধিকরণ ।

৭। উন্নত জাতের পোনা উৎপাদন ও সরবরাহে  সরকারি মৎস্য হ্যাচারি কার্যক্রম ত্বরান্বিত করণ ।